ইরানের রাজধানী তেহরানসহ আরো কয়েকটি কৌশলগত স্থানে শুক্রবার (১৩ জুন) ভোরে হামলা চালিয়েছে ইসরাইল। ইসরাইলে পাল্টা হামলা চালাতে পারে ইরান- এমন আশঙ্কা থেকে জেরুসালেমের সুপারশপগুলোতে দ্রুত ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি। মজুত করার জন্য মানুষ এখন এগুলো হুমড়ি খেয়ে কিনছে।
গতকাল রাত ৩টার দিকে সাইরেনের শব্দ ও মোবাইলের সতর্কবার্তায় ঘুম ভাঙে ইসরাইলের জনগণের।
দেশটির সরকারের তরফ থেকে মানুষকে জানানো হয়েছে, তাদের সামনে একটি ‘গুরুতর হুমকি’ রয়েছে। তাই সবাই যেন আশ্রয়কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে।
ইসরাইলের জরুরি সেবা বিভাগ জানিয়েছে, সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ, তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরাইলের হাসপাতালগুলো।
অন্যদিকে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অধিকৃত পশ্চিমতীরের সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে।
এসব প্রস্তুতির মূল কারণ ইরানের পাল্টা হামলার আশঙ্কা। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে প্রায় ১০০টি ড্রোন ইতোমধ্যে ইসরাইলের দিকে রওনা হয়েছে।
সূত্র : বিবিসি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই