ইরানের পারমাণবিক কর্মসূচির নির্মূলের জন্য দেশটির বিরুদ্ধে যুদ্ধে যোগদানের জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে ইসরাইলি সরকার। দুই ইসরাইলি কর্মকর্তার মতে, ইরানে হামলার পর গত ৪৮ ঘণ্টায় দেশটির পারমাণবিক কর্মসূচি ধ্বংসে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়াতে আহ্বান জানিয়েছে ইসরাইল।
রোববার (১৫ জুন) মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইরানের অন্যতম পারমাণবিক স্থাপনা ফরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটি ভূগর্ভস্থ হওয়ায় সাধারণ বোমা দিয়ে তা ধ্বংস করা সম্ভব নয়। এটি ধ্বংস করতে প্রয়োজন বাঙ্কার বাস্টার বোমা ও ভারী বোমারু বিমানের, যা ইসরাইলের কাছে নেই। তবে যুক্তরাষ্ট্রের কাছে এমন সরঞ্জাম রয়েছে, সেই সাথে তা ইরানের কাছাকাছি অবস্থানেও রয়েছে।
কিন্তু ট্রাম্প প্রশাসন এখন পর্যন্ত ইসরাইলের অভিযান থেকে নিজেকে দূরে রেখেছে। বরং ইরান যদি ইসরাইলের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালায়, তবে সেটিকে যুক্তরাষ্ট্র ‘অবৈধ’ হিসেবে গণ্য করবে। যুক্তরাষ্ট্র যদি সরাসরি ইরানে মাত্র একটি স্থাপনাতেও হামলা চালায়, তাহলেও তা দেশটিকে সরাসরি যুদ্ধে জড়িয়ে ফেলবে।
তবে ইসরাইলের অভিযান শেষ হওয়ার পরেও যদি ফরদো সক্রিয় থাকে, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি নির্মূল করার লক্ষ্যে ব্যর্থ হবে ইসরাইল।
এক ইসরাইলি কর্মকর্তা দাবি করেছেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র এ অভিযানে যোগ দিতে পারে। সাম্প্রতিক এক ফোনালাপে নেতানিয়াহুকে এমনই ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
তবে শুক্রবার হোয়াইট হাউসের একজন কর্মকর্তা তা অস্বীকার করেছেন। যদিও শনিবার আরেকজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ইসরাইল ট্রাম্প প্রশাসনকে যুদ্ধে যোগদানের জন্য অনুরোধ করেছে, কিন্তু বর্তমানে প্রশাসন এটি বিবেচনা করছে না।
ইসরাইলের আক্রমণের কথা উল্লেখ করে হোয়াইট হাউসের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার অ্যাক্সিওসকে বলেন, ‘আজ যা ঘটবে, তা ঠেকানো সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘ইরান যদি চায়, তাহলে আমরা এখনো শান্তিপূর্ণ সমাধানে পৌঁছতে পারি। আর এর জন্য সবচেয়ে দ্রুত উপায় ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে।’
এদিকে শুক্রবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার ফক্স নিউজকে বলেন, ‘পুরো অভিযান তখন শেষ হবে, যখন ফরদো সম্পূর্ণরূপে ধ্বংস হবে।’
ইসরাইলের অভিযান শুরু হওয়ার পর ইসরাইলি কর্মকর্তারা মার্কিন প্রতিপক্ষদের কাছে ফরদোকে ধ্বংস করতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের বিষয়টি উত্থাপন করেছেন। যুক্তরাষ্ট্র বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে একটি ইসরাইলি সূত্র।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই