বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বলেছেন, সংগঠনের কোনো কর্মী বা নেতার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা অনিচ্ছাকৃত ও মানবিক ভুল হিসেবে বিবেচনা করে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানাচ্ছেন। সম্প্রতি মৃত্যুদণ্ডপ্রাপ্ত দলীয় নেতা এ টি এম আজহারুল ইসলাম সুপ্রিম কোর্টে খালাস পাওয়ার পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ডা. শফিকুর রহমান বলেন, “আমাদের কোনো আচরণে, কোনো পারফরমেন্সে কেউ কষ্ট পেয়ে থাকলে আমাদেরকে ক্ষমা করে দেবেন। মানুষ আমরা—কেউ ভুলের ঊর্ধ্বে না। দল হিসেবে আমরা দাবিও করি না যে আমরা ভুলের ঊর্ধ্বে। এই সংগঠনের প্রতিটি কর্মী, সহকর্মী কিংবা দলের দ্বারা যে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, নিঃশর্ত ক্ষমা করে দেবেন।”
তিনি যোগ করেন, “বিপদ ঘাড়ে নিয়েও আমরা দেশবাসীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এমনকি ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরেও আমরা শহীদ পরিবার, আহত ও পঙ্গু ভাইবোনদের পাশে দাঁড়াতে চেয়েছি। কিন্তু সীমাবদ্ধতার কারণে আমাদের সব দায়িত্ব পালন করতে পারিনি।”
দেশের ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতের অবস্থান তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, “দেশবাসীর সমর্থন ও সহযোগিতায় যদি দেশের সেবা করার দায়িত্ব আমাদের ওপর আসে, আমরা প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের রাজনীতির অবসান ঘটাবো, ইনশাআল্লাহ।”
সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিচার বিভাগের অপব্যবহারের অভিযোগ তুলে ধরে জামায়াত আমির বলেন, “শেখ হাসিনার স্বৈরশাসন আমলে পাতানো আদালত ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে আমাদের ১১ জন দায়িত্বশীল নেতাকে ‘জুডিশিয়াল কিলিং’-এর শিকার হতে হয়েছে।” তিনি দাবি করেন, “এই হত্যাকাণ্ডগুলো বিচার প্রক্রিয়ার ছদ্মবেশে ঘটানো হয়েছে।”
সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার লেখা বইয়ে এসব ঘটনার স্বীকারোক্তি আছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “এই বিচার প্রক্রিয়ার সময় আমাদের নেতাদের নির্যাতন করতে ‘সেফ হোম’ তৈরি করা হয়েছিল। আর মিথ্যা সাক্ষ্য দেয়ার জন্য লোকজনকে রাখা হতো তথাকথিত ‘সেফ হাউসে’। পুরো বিচার প্রক্রিয়াকে আমরা বলি ‘জেনোসাইড অব দ্য জাস্টিস’।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ