দেশের সামগ্রিক পরিস্থিতিতে কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়াতে নিষেধ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান।
পোস্টে তিনি লিখেছেন, “বাংলাদেশের সামগ্রিক পরিবেশ স্বাধীনতার পর থেকে কখনোই কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি। সেই অবস্থা এখনো অব্যাহত রয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের সমাজ ও রাজনীতিতে অনেক কিছুই অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য বলে মনে হচ্ছে।”
এই প্রেক্ষাপটে দলীয় নেতাকর্মীদের প্রতি পরামর্শ দিয়ে তিনি বলেন, “সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল এবং ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না।”
চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে জামায়াত আমিরের এই বার্তাকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন দায়িত্বশীল অবস্থান হিসেবে, যেখানে দলের নেতাকর্মীদের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটাতে সতর্ক করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ