কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হোগলা চাপাইগাছি বাজারে প্রায় দেড়শ বছরের পুরনো গাজীকালু-চম্পাবতী মেলা বসানো নিয়ে জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) সন্ধ্যায় এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জগন্নাথপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এ মেলা চলতি বছর ১৭ মে থেকে শুরু হওয়ার কথা থাকলেও প্রশাসনের অনুমতি না পাওয়ায় তা অনিশ্চয়তায় পড়ে। তবে মেলা আয়োজনে এগিয়ে আসেন বিএনপির সমর্থকরা। অন্যদিকে, মেলায় ‘অশ্লীলতা’ ও ‘জুয়ার’ অভিযোগ তুলে মেলা বন্ধের দাবিতে সরব হন জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিষয়টি নিয়ে মঙ্গলবার বিকেল থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। সন্ধ্যার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টাধাওয়া ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টহল জোরদার করে।
আহত জামায়াত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন—জগন্নাথপুর ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক ও মহেন্দ্রপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান, কুদ্দুস প্রামাণিক (৭০), তুহিন হোসেন, জিহাদ হোসেন, জামাত আলী ও ইউনুস আলী। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে আহত বিএনপি কর্মীরা হলেন—খোকসা সরকারি কলেজের প্রভাষক সরাফাত সুলতান, টিপু সুলতান, সুকুর শেখ, শরীফ ও আসাকুর রহমান। তাদের কুষ্টিয়া সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার বিষয়ে জামায়াতপন্থী উলামা পরিষদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অভিযোগ করেন, "অশ্লীলতা ও জুয়ার প্রতিবাদে মেলার আয়োজকদের কাছে জানতে গেলে তারা আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।"
বিএনপির সমর্থক প্রভাষক সরাফাত সুলতান পাল্টা অভিযোগ করে বলেন, "জামায়াতের শতাধিক লোকজন অতর্কিত হামলা চালিয়ে দোকানপাটে ভাঙচুর ও লুটপাট করে।"
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, "মেলায় এ বছর প্রশাসনের অনুমতি দেওয়া হয়নি। মেলা বসানোকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে, উভয় পক্ষই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা