ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও সম্মান নিয়ে কাজ করতে পারবে এবং অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে অধিক নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের আয়োজনে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “শ্রমিকরা বিভিন্নভাবে নির্যাতিত ও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। মালিক ও শ্রমিক উভয় পক্ষকে একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসা ও শ্রদ্ধার ভিত্তিতে দেশ গড়তে হবে।”
তিনি অভিযোগ করেন, শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না, বরং তারা চাঁদাবাজদের জুলুমের শিকার হয়। অনেক কারখানায় শ্রমিকরা এত কম বেতন পান যে, তা দিয়ে সংসার চালানো সম্ভব নয়। ফলে তাদের বাধ্য হয়ে ওভারটাইম করতে হয়। এই অমানবিক জীবনের অবসান ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।
নারীদের প্রতি বৈষম্য নিয়েও উদ্বেগ জানান তিনি। বলেন, “পুরুষদের জন্য নামাজসহ নানা সুযোগ-সুবিধা থাকলেও নারীদের জন্য তেমন কিছু থাকে না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্যও সমান সুযোগ নিশ্চিত করতে হবে।”
সমাবেশে উপস্থিত শ্রমিক নেতারা বলেন, গত ১৫ বছরে অনেক শ্রমিককে হয়রানি, নির্যাতন ও অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে। এসব ঘটনার সঠিক বিচার দাবি করেন তারা। একইসাথে শ্রমিকবান্ধব আইন, স্বাস্থ্য নিরাপত্তা এবং বীমা চালুর দাবি জানান নেতারা।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ