বাংলাদেশ জামায়াতে ইসলামী রামপাল উপজেলা বাইনতলা ইউনিয়ন এবং বাগেরহাট সদর উপজেলা খানপুর ইউনিয়ন এর উদ্যেগে দাঁড়িপাল্লা মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৫টায় সময় রামপাল উপজেলা চাকশ্রীবাজারের এক গম্বুজ মসজিদ থেকে শুরু করে বাগেরহাট সদর উপজেলা খানপুর ইউনিয়নের কালিবাড়ি বাজার,খানপুর ঘুরে চাকশ্রীবাজার বটতলা গিয়ে শেষ হয়।উক্ত দাঁড়িপাল্লা মিছিলে উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামি বাগেরহাট জেলা নায়েবে আমির,কেন্দ্রীয় শুরা কর্মপরিষদে সদস্য এবং বাগেরহাট-৩ (রামপাল+মোংলা) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী -এ্যাড মাওলানা শেখ ওয়াদুদ।
আরো উপস্থিত ছিলেন, বাগেরহাটের যুব সমাজ জামায়াতে ইসলামি যুব বিভাগের বাগেরহাট জেলা-সভাপতি, বাগেরহাট-২ (সদর -কচুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী-শেখ মঞ্জরুল হক রাহাদ।
বাইনতলা এবং খানপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতা -কর্মী বৃন্দ চাকশ্রীবাজারে একত্রিত হয়ে,মিছিলে অংশ গ্রহণ করেন এবং দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন। নেতা-কর্মীরা
মিছিল শেষে পথ সভায় বক্তব্য প্রধান করেন,এ্যাড মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ- তিনি বলেন,জামায়াতে ইসলামী আপনাদের কাছে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে এসেছে,আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন
আরো বক্তব্য রাখছেন- শেখ মঞ্জুরুল হক রাহাদ, তিনি বলেন,জামায়াতে ইসলামি অতীতে যে সকল নিবার্চন অংশগ্রহণ করে ছিলো, সেই গুলো ছিলো দাওয়াত ও কর্মসূচি অথবা পরিচিত হওয়ার জন্য।
কিন্তু এবার নিবার্চন অংশগ্রহণ হবে,রাষ্ট্র পরিচালনার জন্য, তিনি জনগণ উদ্দেশ্যে আর বলেন, আপনারা ভয় পাবেন না, আমরা আপনাদের পাশে আছি,আমরা একটি দূর্নীতিমুক্ত, চাঁদামুক্ত, রাষ্ট্র উপহার দিবো, (ইনশাআল্লাহ)
মিছিলে আর উপস্থিত ছিলেন,খানপুর ইউনিয়ন আমির-মাওলানা বাকি বিল্লাহ,বাইনতলা ইউনিয়ন সেক্রেটারি-মাষ্টার শেখ হুমায়ুন কবির,খানপুর ইউনিয়ন,সেক্রেটারি-মোল্লা কামরুল ইসলাম,খানপুর ইউনিয়নের শ্রমিক কল্যান ফেডারেশনের সাবেক সভাপতি-মোল্লা আবু দাউদ,বাইনতলা ইউনিয়ন যুব বিভাগ,সভাপতি-গাজী আদম আলি,খানপুর ইউনিয়ন যুব বিভাগ,সভাপতি-মো: বাকি বিল্লাহ,বাইনতলা ইউনিয়ন জামায়াতের সমাজকল্যান সম্পাদক -গাজী মাসুদ, যুব বিভাগের সহ সভাপতি ::গাজী আরাফাত,গোলাম মাওলা,গাজী রাসেল,রাজু,রনি,গাজী আকবর ,রাজু,শেখ ফরিদ,মারুফ বিল্লাহ,গাজী মাহফুজ,শেখ আকবর,রানা,সালমিন,সিরাজুল,মোস্তফা,
শহিদুলইসলাম ,নাঈম,সাহিদুল,আবুবকর,শাকিল,খানপুর ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি,তরফদার শহিদুল ইসলাম,ফরহাদ হাওলাদার, আনিচ মোল্লা,রবিউল,মিজান হাসান শেখ,ইনামুল সহ হাজার হাজার নেতাকর্মী।
মিছিল শেষ দক্ষিন খানপুর কালিবাড়ি বাজার জামায়াতে ইসলামী অফিসের সামনে দাঁড়িপাল্লা উত্তোলন করেন,এ্যাড মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ও শেখ মঞ্জুরুল হক রাহাদ।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা