বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন-এর সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টায় ঢাকাস্থ চীনা দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এই মতবিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দেশের সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনার সময় দু’পক্ষই আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের জনগণ ও সরকারের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে। তারা বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সংলাপ আগামী দিনগুলোতে দুই দেশের স্বার্থে অব্যাহত থাকবে।
এ ছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় বন্ধুত্ব, উন্নয়ন এবং অগ্রগতির ধারা আরও শক্তিশালী হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই