জাতীয় সংকট নিরসনে অর্থবহ সংলাপের ওপর গুরুত্ব আরোপ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সংঘাত ও কাদা ছোড়াছুড়ি নয়, বরং জাতীয় স্বার্থে একটি গ্রহণযোগ্য ও অর্থবহ সংলাপই বর্তমান পরিস্থিতি মোকাবিলার একমাত্র পথ।
শনিবার (২৪ মে) রাজধানীর আলফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, “জাতিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া কোনো অবস্থাতেই ঠিক নয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি, তবে কোনো ধরনের বিচলিত না হয়ে সতর্ক অবস্থান নিয়েছি।”
ডা. শফিকুর রহমান বলেন, “বিগত সরকারের কর্মকাণ্ডের ফলে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে অনীহা তৈরি হয়েছে। নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে হলে একটি ব্যাপক সংস্কার জরুরি হলেও এখনো পর্যন্ত তার কোনো সুস্পষ্ট রোডম্যাপ জনগণের সামনে আসেনি।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে আরেকটি একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।”
মানবিক করিডর বিষয়েও ডা. শফিকুর রহমান সরকারের প্রতি সতর্কবার্তা দেন। তিনি বলেন, “জাতীয় নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে সরকারের উচিত সব পক্ষের সঙ্গে আলোচনায় বসে সময়োপযোগী ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করা।”
তিনি বলেন, “জামায়াতে ইসলামী বিশ্বাস করে, জাতীয় স্বার্থকে সর্বাগ্রে স্থান দিয়েই রাষ্ট্রীয় নীতিনির্ধারণ হওয়া উচিত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিলে তার ফল মারাত্মক হতে পারে।”
সভায় তিনি সবাইকে উসকানি এড়িয়ে, ধৈর্য ও দায়িত্বশীলতা নিয়ে সংকট মোকাবিলার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ