বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সম্পর্কে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, এটি একটি গতানুগতিক ও বৈষম্যমূলক বাজেট, যা নতুন বাংলাদেশ পুনর্গঠনের প্রত্যয় প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, সাত লাখ নব্বই হাজার কোটি টাকার এই বাজেট পূর্ববর্তী বছরের চেয়ে মৌলিকভাবে ভিন্ন নয়। ব্যয় কাঠামোতে কোনো নতুনত্ব নেই। রাজস্ব বোর্ডকে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জন করা গত বছরের বাস্তবতায় কঠিন হবে বলে তিনি মনে করেন।
ঘাটতির পরিমাণ দুই লাখ ছেষট্টি হাজার কোটি টাকা ধরা হয়েছে, যার বড় একটি অংশ বৈদেশিক ঋণ ও সাহায্যের উপর নির্ভরশীল। এতে করে দেশের অর্থনৈতিক স্বকীয়তা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, পরোক্ষ কর বৃদ্ধির ফলে সাধারণ জনগণের ওপর চাপ বাড়বে, অথচ প্রত্যক্ষ করের ক্ষেত্রেই সঠিক সংস্কার আনা হয়নি। এতে করে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির কারণে এসি, ফ্রিজ, মোবাইল ফোন, এলইডিসহ নিত্যপ্রয়োজনীয় ইলেকট্রনিকসের দাম বাড়বে। সুতার আমদানি শুল্ক বৃদ্ধির ফলে তৈরি পোশাক খাতে রপ্তানি সংকুচিত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
বাজেটে শিক্ষা খাতে সামগ্রিক বরাদ্দ হ্রাস এবং কিছু শিক্ষাসামগ্রীর দাম কমানোর মধ্যে অসামঞ্জস্য রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তবে কৃষি খাতে কিছু ইতিবাচক পদক্ষেপ যেমন সার-কীটনাশকের দাম হ্রাস ও কোল্ড স্টোরেজ খরচ কমানো কৃষকদের জন্য স্বস্তিদায়ক হবে বলে জানান।
জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও সামাজিক সুরক্ষার জন্য বরাদ্দকে তিনি ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও বলেন, এতে আরও বেশি বরাদ্দ এবং সুচিকিৎসার নিশ্চয়তা প্রয়োজন। মুদ্রাস্ফীতি ৬.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য থাকলেও তা কীভাবে বাস্তবায়ন করা হবে, তার কোনো সুস্পষ্ট রূপরেখা বাজেটে নেই বলে মন্তব্য করেন তিনি।
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপের অনুপস্থিতি এবং কালো টাকা সাদা করার সুযোগ বৃদ্ধিকে তিনি অনৈতিক ও দুঃখজনক পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, বাজেটকে আরও গণমুখী করতে হলে আয়করের হার কমিয়ে জনকল্যাণমূলক খাতে বরাদ্দ বাড়াতে হবে। দলের পক্ষ থেকে বাজেট পর্যালোচনার পর বিস্তারিত বক্তব্য জাতির সামনে তুলে ধরা হবে বলেও জানান মাওলানা মা’ছুম।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ