বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের বলেছেন,২০২৪ সালের ৫ আগস্টের পর আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে ভূমিকা রাখার।
আজ সন্ধ্যা ৭.৩০টায় রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল থানা জামায়াতের উদ্যোগে ১৯ জুলাই জাতীয় সমাবেশ বাস্তবায়নে লক্ষ্যে আয়োজিত ইউনিট দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
হাতিরঝিল পূর্ব থানা আমীর এডভোকেট জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার-মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকার, বক্তব্য রাখেন হাতিরঝিল পশ্চিম থানা আমীর ইউসুফ আলী মোল্লা,পূর্ব থানা সেক্রেটারি খন্দকার রুহুল আমিন ও পশ্চিম থানা সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ।
এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ৭ দফা আদায়ের লক্ষ্যে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ দেশ-জাতির জন্য গুরুত্বপূর্ণ। উক্ত সমাবেশ বাস্তবায়নে রাজধানীর মগবাজারের জনশক্তিদেরকে নিরলস পরিশ্রম করতে হবে।
তিনি বলেন,জামায়াত একটি আপোষহীন আন্দোলনের নাম। দেশ গঠনে এ কাফেলা তার দায়িত্ব পালন করে যাচ্ছে দায়িত্বশীলতার সাথে। ৫৪ বছরে যারা শাসন করেছে তারা সবুজ শ্যামল শস্যে ভরা সুন্দর রাষ্ট্রটিকে জন প্রত্যাশার আলোকে গড়ে তুলতে পারেনি।জামায়াত সবাইকে নিয়ে এ দেশকে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ