ঢাকায় ‘মার্চ ফর গাজা’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: ফিলিস্তিনের রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেছেন, ঢাকায় আয়োজিত ‘মার্চ ফর গাজা’ ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। একইসঙ্গে বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনের এই রাষ্ট্রদূত।
বিবৃতিতে ইউসুফ ওয়াই রামাদান বলেন, “ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে চলেছে। ১২ এপ্রিল যা ঘটেছে, তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসেবে লিপিবদ্ধ থাকবে। এটি সীমান্ত পেরিয়ে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাট্য সত্যের সাক্ষ্য দেয়। বাংলাদেশের নারী-পুরুষ, তরুণ-প্রবীণ সবাই ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শক্তি, উৎসাহ ও নৈতিক সমর্থন দিয়েছে। আজকের বিশ্বে বাংলাদেশের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল।”
রাষ্ট্রদূত আরও উল্লেখ করেন, “বাংলাদেশ একটি অনড় সিদ্ধান্ত নিয়েছে—তারা ইতিহাসের সঠিক পক্ষে থাকবে। ফিলিস্তিনের ন্যায্য সংগ্রামের পাশে দাঁড়ানো ছাড়া আর কিছুই তারা গ্রহণ করবে না।”
তিনি বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ফিলিস্তিন ও এর জনগণ বাংলাদেশের প্রতি তাদের স্থায়ী অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে। আমরা আমাদের পূর্ণ অধিকার ও স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত আপনাদের প্রতি অনুগত থাকবো। বাংলাদেশের নিরাপত্তা, স্থিতিশীলতা ও উন্নতির জন্য আমরা নিরন্তর দোয়া করি।”
রাষ্ট্রদূত ইউসুফ ওয়াই রামাদান বলেন, “বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আমি গর্বের সঙ্গে সাক্ষী দিচ্ছি, এই মহান জনগণ সবসময় ফিলিস্তিনের পাশে থেকেছে। যারা মিছিল করেছে, ছবি এঁকেছে, প্রার্থনা করেছে, কণ্ঠস্বর তুলেছে—প্রতিটি বাংলাদেশিকে জানাই হৃদয়ভরা ধন্যবাদ। গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরের জলপাই বাগান পর্যন্ত আপনারা আমাদের সংহতি পৌঁছে দিয়েছেন। ন্যায়বিচারের জন্য আপনাদের অবিচল সংগ্রাম আমাদের আশাবাদী করে।”
তিনি বলেন, “আপনারা কেবল সমর্থক নন, বরং আমাদের আশা, মর্যাদা ও সংগ্রামের ভাই ও বোন। ফিলিস্তিন-বাংলাদেশ বন্ধুত্ব দীর্ঘজীবী হোক। ন্যায়বিচারের জন্য আমাদের যৌথ সংগ্রাম অব্যাহত থাকুক।”
উল্লেখ্য, শনিবার রাজধানী ঢাকায় ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর উদ্যোগে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দল-মত নির্বিশেষে লাখো মানুষ এই কর্মসূচিতে অংশ নেন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলে।
সূত্র:নয়া দিগন্ত
ক্ষুধায় ধুঁকছে গাজা, মৃতের সংখ্যা বাড়ছেই—শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু
গ্রেফতারি আবেদন শুনেই লন্ডন ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বাংলাদেশের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মানেনি হামাস
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না