বাংলাদেশের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এপ্রিল ২০২৫ মাসের জন্য আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন। দারুণ পারফরম্যান্সের সুবাদে তিনি পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি এবং নিউজিল্যান্ডের বোলার বেন সিয়ার্সকে।
দুই বছরেরও বেশি সময় পর আবার কোনো বাংলাদেশি ক্রিকেটার এই সম্মাননা অর্জন করলেন। মিরাজ হলেন তৃতীয় বাংলাদেশি যিনি এই পুরস্কার পেলেন—এর আগে মুশফিকুর রহিম এবং সর্বশেষ ২০২৩ সালের মার্চে সাকিব আল হাসান এই স্বীকৃতি পেয়েছিলেন।
এ পুরস্কার জয়ের পেছনে মিরাজের অনবদ্য পারফরম্যান্স বড় ভূমিকা রেখেছে। জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট সিরিজে তিনি ব্যাটে-বলে ছিলেন দুর্দান্ত। সিরিজজুড়ে ১৫টি উইকেট নেওয়ার পাশাপাশি চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে খেলেন ১০৪ রানের সেঞ্চুরি, যার সুবাদে বাংলাদেশ এক ইনিংস ও ১০৬ রানে জয় পায় এবং সিরিজ ১–১ এ সমতায় শেষ করে।
সে ম্যাচে মিরাজ হন ম্যাচসেরা, পাশাপাশি পুরো সিরিজেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি আইসিসি'র টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন দুই নম্বরে—যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ অবস্থান।
আইসিসির মাস সেরা খেলোয়াড় হওয়ার অনুভূতি জানাতে গিয়ে মিরাজ বলেন, “আইসিসির মাস সেরা হওয়া আমার জন্য অবিশ্বাস্য সম্মানের। বৈশ্বিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়াটা বিশেষ কিছু। ২০১৬ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে সেরা খেলোয়াড় হওয়া যেমন ছিল, এটিও তেমন এক বড় প্রেরণা।”
তিনি আরও বলেন, “এই স্বীকৃতি আমাকে দেশের হয়ে আরও ভালো করার অনুপ্রেরণা জোগায়। আমার সতীর্থ, কোচ ও ভক্তদের ধন্যবাদ—এই পুরস্কার তাদেরও।”