আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতাতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবার তাকে ৬ কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
নিলামে নাম থাকলেও শুরুতে কোনো দল পাননি মোস্তাফিজ। তবে ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘাতজনিত পরিস্থিতিতে পরিবর্তন এসেছে আইপিএলে। এরই ধারাবাহিকতায় অস্ট্রেলিয়ান ব্যাটার জেক ফ্রেজার-ম্যাকগার্ক আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ।
এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২০২২ ও ২০২৩ দুই মৌসুমে খেলেছেন মোস্তাফিজ। ওই সময়ে তিনি ৯ উইকেট নিয়েছিলেন।
মোস্তাফিজের আইপিএল অভিষেক হয় ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। তখন থেকেই তিনি লিগটির অন্যতম সেরা ডেথ ওভার বোলার হিসেবে পরিচিতি পান। আইপিএলে এখন পর্যন্ত তিনি ৫৭টি ম্যাচ খেলে নিয়েছেন ৬১ উইকেট।
দিল্লির হয়ে ফের খেলার সুযোগ পাওয়ায় মোস্তাফিজের জন্য এটি এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, বিশেষ করে যখন বাংলাদেশের পেস আক্রমণে তিনি আবারও ধার বাড়াতে শুরু করেছেন।
সূত্র:টিবিএস