জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ দেশের সব মহাসড়কে অবরোধ না দিতে আহ্বান জানিয়েছেন। শনিবার ভোররাত পৌনে চারটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই আহ্বান জানান।
হাসনাত লেখেন, “ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।”
এর মধ্যেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির দ্বিতীয় দিন চলছে। শাহবাগ মোড় বন্ধ থাকায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনগুলোকে চলাচলের সুযোগ করে দেওয়া হচ্ছে।
বিক্ষোভে অংশ নিয়েছেন জুলাই গণ–অভ্যুত্থানে আহত ব্যক্তিরাও। শুক্রবার রাতভর রাজধানীর মিন্টো রোডের মোড়ে বিক্ষোভ শেষে বিকালে শাহবাগ মোড় অবরোধ করেন এনসিপি ও সমমনা বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা।
তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করার প্রজ্ঞাপন না দেওয়া পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ চলবে।
একই দাবিতে শনিবার বিকেল ৩টায় শাহবাগে ছাত্র-জনতার গণজমায়েত কর্মসূচি ডাকা হয়েছে। এছাড়া সারাদেশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের স্মৃতিবাহী স্থানগুলোতেও গণজমায়েত কর্মসূচির আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ