পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি বলেছেন, ইরান-ইসরাইল যুদ্ধবিরতির পেছনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি এক্ষেত্রে পাক সেনাবাহিনীর প্রভাবও উল্লেখ করার মতো।
বৃহস্পতিবার (৩ জুলাই) জিও নিউজ জানায়, রাজধানী ইসলামাবাদে মহররম মাস নিয়ে ধর্মীয় নেতাদের সাথে আলোচনা করেছেন মহসিন নকভি। এ সময়ই তিনি এসব কথা বলেন।
পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, মহররমের সময় একতা ও শান্তির বার্তা প্রচারে ধর্মীয় নেতাদের ভূমিকা থাকা প্রয়োজন।
পাশাপাশি আগামী ১৪ আগস্ট পাকিস্তানের বিজয় দিবস। এ উপলক্ষে ফয়সাল মসজিদে আলেমদের একত্রিত হয়ে নামাজ আদায়ের আহ্বান জানান পাকিস্তানি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী।
এ ছাড়া, ভারতের সাথে সংঘর্ষের সময় পাকিস্তান আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য পেয়েছে বলে উল্লেখ করেন মহসিন নকভি। তিনি বলেন, ‘ভারত ১১টি মিসাইল ফায়ার করেছিল, কিন্তু সবই নির্দিষ্ট লক্ষ্যবস্তুর বাইরে পড়ে, পাকিস্তানের কোনো ক্ষতি হয়নি।’
তিনি বলেন, ‘আমরা কখনোই ভারতীয় সাধারণ নাগরিকদের ওপর হামলা করতে চাইনি, কিন্তু যখন পাকিস্তান ভারতের দিকে মিসাইল ছুঁড়েছিল, তখন একটি মিসাইলের লক্ষ্যবস্তুতে কিছুটা ত্রুটি দেখা দেয় এবং আমাদের চিন্তা ছিল যে, এই মিসাইলটি হয়তো ভারতীয় জনবহুল এলাকায় আঘাত হানবে। তবে, আল্লাহর সাহায্যে ওই মিসাইল ভারতের সবচেয়ে বড় তেল ডিপোতে গিয়ে আঘাত হানে। এই ঘটনা দুটি অদৃশ্য সাহায্যের বাস্তব প্রমাণ।’
মহসিন নকভি আরো বলেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের সময় পাকিস্তান সেনাপ্রধানের দৃঢ় অবস্থান ছিল যে, ভারতের বিরুদ্ধে চারগুণ জবাব দেয়া হবে।
তিনি ইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রসঙ্গে বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বে বিশ্ব নেতাদেরকে একত্রিত করা এবং যুদ্ধবিরতির জন্য কাজ করা ছিল গুরুত্বপূর্ণ।
সূত্র : জিও নিউজ, ডেইলি জংগ
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই