বাগেরহাটের ফকিরহাটে একটি অজ্ঞাত পরিবহনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৪৫) পথচারী। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (৩১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায়।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি অজ্ঞাত পরিবহন তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সেখান থেকে মরদেহটি উদ্ধার করা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার কিছুক্ষণ পর একজন অজ্ঞাত নারী একটি ভ্যানে করে নিহত ব্যক্তির মরদেহ তুলে নিয়ে মোল্লাহাটের দিকে চলে যান।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তখন সেখানে মরদেহ পাওয়া যায়নি। স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই একজন নারী মরদেহ ভ্যানে তুলে নিয়ে চলে যান।”
তিনি আরও জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়া, ঘাতক পরিবহন শনাক্ত ও মরদেহের অবস্থান জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে রহস্য ও উদ্বেগ বিরাজ করছে। দুর্ঘটনার পর কোনো সরকারি বা স্বাস্থ্য বিভাগের উপস্থিতি ছাড়াই একজন নারী যেভাবে মরদেহ সরিয়ে নেন, তা স্বাভাবিক নয় বলে মন্তব্য করেছেন অনেকে।
নিহতের পরিচয় শনাক্ত না হওয়া এবং মরদেহের হঠাৎ সরিয়ে নেওয়ার বিষয়টি স্থানীয়ভাবে ভিন্ন কোনো ঘটনা আড়াল করার চেষ্টা কিনা, তা নিয়েও সন্দেহ তৈরি হয়েছে।
এ বিষয়ে কেউ যদি নিহত ব্যক্তির পরিচয় বা ঘটনার বিষয়ে কিছু জানেন, তারা অনুগ্রহ করে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা