প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধার মুখে পড়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ‘তথ্য আপা’ প্রকল্পের কর্মীরা। রোববার (১ জুন) সকালে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনার উদ্দেশ্যে রওনা হন তারা। তবে প্রধান বিচারপতির বাসভবনের সামনের সড়কে পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয়। বাধা পেয়ে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন প্রকল্পের আন্দোলনরত কর্মীরা।
এর আগে, গত ২৮ মে সকাল থেকে চার দফা দাবি নিয়ে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন ‘তথ্য আপা’ প্রকল্পে কর্মরতরা। পরে চার দফা থেকে তা সংক্ষেপ করে দুই দফা করা হয়। তাদের দাবির মধ্যে রয়েছে—প্রকল্পে কর্মরত সব জনবলকে সমগ্রেডে পদ সৃজন করে রাজস্ব খাতে স্থানান্তর এবং কর্তন করা বেতন ও ভাতা দ্রুত সময়ের মধ্যে পরিশোধ।
আন্দোলনরত কর্মীরা জানান, দীর্ঘদিন ধরে তারা একই প্রকল্পে কাজ করে এলেও চাকরির স্থায়ীকরণ কিংবা রাজস্ব খাতে স্থানান্তরের কোন কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি বিগত কয়েক মাস ধরে তাদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। ফলে তারা চরম মানবিক সংকটে পড়েছেন।
অনশন ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া অনেক কর্মীর শারীরিক অবস্থা ইতোমধ্যে অবনতি হয়েছে। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস দেওয়া হয়নি। শান্তিপূর্ণভাবে দাবি জানাতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ায় আন্দোলনকারীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, আমরা শুধু আমাদের অধিকার চাই, কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা শুধু অবহেলা আর বাধাই পাচ্ছি।
এই পরিস্থিতিতে আন্দোলনকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা