আগামী ১১ জুন ২০২৫ থেকে এক বছরের গণনা শুরু, কারণ ঠিক এক বছর পর ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে। এবারের বিশ্বকাপটি নানা কারণে স্মরণীয় হয়ে থাকবে বিশ্ব ফুটবল ইতিহাসে।
বিশেষ দিকসমূহ:
২০১৯ সালের কাতার বিশ্বকাপের ট্রফি হাতে তুলে নেওয়ার পর থেকে সময় গোনার শুরু হয়েছে বিশ্ব ফুটবলপ্রেমীদের মধ্যে।
যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে গত তিন দশকে, যার পেছনে মেজর লিগ সকার (MLS) ও লিওনেল মেসির অবদান বিশেষ। MLS-এর ডিরেক্টর আলফনসো মোনডেলো বলেন,
“লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের ফুটবলের এক বিশাল মাইলফলক।”
২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল হবে ১৯ জুলাই নিউইয়র্কে।
তিন দশকের কঠোর পরিশ্রমের ফল এখন দৃশ্যমান—যুক্তরাষ্ট্র ফুটবল বিশ্বের একটি বড় কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে বিশ্বের সেরা দলগুলো অংশগ্রহণ করবে।