আজ ৭ এপ্রিল সোমবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করেছে। বিক্ষোভকারীরা ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি জানিয়ে ‘ইসরায়েল হুঁশিয়ার, ফিলিস্তিন বাঁচাও’ স্লোগান দিতে থাকে।
ঢাকা
ঢাকা মেরুল বাড্ডায় লিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার ৭ এপ্রিল বেলা ১১ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শিক্ষার্থীরা।
বরিশাল
বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। এরই মধ্যে বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। সকাল ১০টায় নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ কর্মসূচি করে বরিশালে ছাত্র জনতা।
ফিলিস্তিনে হত্যাযজ্ঞের প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে টাঙ্গাইলে জেলার সর্বস্তরের ছাত্র-জনতা অংশ নেন। সকাল থেকেই টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনতা দলে দলে জমায়েত হতে থাকে। পরে সকাল সাড়ে ১১টার দিকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে মিছিলটি টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারে এসে বিক্ষোভ সমাবেশ করে।
কুষ্টিয়ায় ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে জমায়েত হয় শিক্ষার্থীরা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ও পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
কিশোরগঞ্জের ভৈরবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয়মোড় এলাকায় তাওহীদী জনতার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একই সময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে একই দাবিতে নো ক্লাস, নো এক্সাম, নো স্কুল কর্মসূচি পালন করে কিশোরগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই কর্মসূচিতে ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ করে।
চাঁদপুর
ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
হাসান আলী স্কুল মাঠে শিক্ষার্থীরা জড়ো হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেন।
গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে সারা বিশ্বের সাথে একাত্মতা প্রকাশ করে ঝালকাঠিতে ও পালিত হয়েছে জেনারেল স্ট্রাইক ও হরতাল কর্মসূচি। সোমবার সকাল ৯টায় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে শহরের ফায়ার সার্ভিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। গণহত্যার বিরুদ্ধে বিভিন্ন প্লেকার্ড ও ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-জনতা। এসময় ঘৃণা জানাতে নেতানিয়াহুর ছবি পদদলিত করা হয়। কেবল ধর্ম নয় বিশ্ব মানবতা রক্ষায় আহ্বান জানানো হয় এ কর্মসূচি থেকে। সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে আয়োজকরা জানান। হরতাল চলাচলের সময় শহরের বেশির ভাগ দোকান পাট বন্ধ ছিলো।
নোয়াখালী
ফিলিস্তিনির গাজায় গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সকালে জেলা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তাগণ মানুষ ও মানবতার শত্রু ইসরায়েলের সব ধরণের পণ্য বর্জনের ঘোষণা দেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র জনতা ইসরায়েলের প্রধানমস্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করেন।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না