1 সপ্তাহ আগে
ভারতে নতুন ওয়াকফ আইনে যে পরিবর্তন হতে যাচ্ছে
আরবি ভাষায় 'ওয়াকাফা' শব্দটি থেকে এসেছে 'ওয়াকফ' – যার অর্থ হল সম্পত্তির হাতবদল। ভারতে যখন কোনও ব্যক্তি মুসলিম আইনের আওতায় ধর্মীয় বা দাতব্য কারণে তার সম্পত্তি দান করেন, তখন সেটাকেই বলে ওয়াকফ সম্পত্তি। এর মধ্যে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আশ্রয়কেন্দ্র বা শুধু জমি – সব কিছুই থাকতে পারে।