যাকাত টেলিভিশন একটি ইলেকট্রোনিক্স মিডিয়া। মানবতার কল্যানে, সত্যের সন্ধানে নিবেদিত। যাকাত টেলিভিশন মানবতার কথা বলে, দশের কথা ও দেশের কথা বলে।
যাকাত আল্লাহ প্রদত্ত ইসলামী জীবন বিধানে অন্যতম অনুসংগ। এটা অনেক ক্ষেত্রে অবহেলিত একটি গুরুত্বপূর্ন ফরয ইবাদাত। যাকাতকে প্রমোট করা একটি জরুরী কাজ। তাই যাকাত টেলিভিশন এটাকে নিয়ে যেমন কাজ করবে তেমনি ইসলামকে প্রমোট করবে।
প্রসংগত, যাকাত যেভাবে সম্পদকে পবিত্র করে, ব্যক্তিকে পরিশুদ্ধ করে, যাকাত টেলিভিশন তেমনি পরিবার,সমাজ, রাষ্ট্র ও উম্মাহকে পরিশুদ্ধ করার প্রয়াস চালিয়ে যাবে।
মুসলিম উম্মাহর ঐক্য মুক্তির পথ তাই উম্মাহর সীসা ঢালাই প্রাচীর (বুনিয়ানুম মারসুস) ঐক্য গড়ার পথ দেখাবে এবং প্রচেষ্টা করবে যাকাত টেলিভিশন।
আমাদের সাহিত্য,সংস্কৃতি,সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, শিল্পনীতি,শিক্ষানীতি ইত্যাদিতে ইসলামাইজেশন করার প্রত্যয় নিয়ে যাকাত টিভি যাত্রা শুরু করেছে। ইসলাম ফোবিয়ার এ যুগে ইসলামের অনুসারীদের খবর বলার মিডিয়ার অভাব পূরণ করার চেষ্টা করা হবে। আমাদের লক্ষ হলো দেশের গন্ডি ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়া। সেক্ষেত্র সারা দুনিয়ার নামি-দামি মিডিয়ার যশ-খ্যাতি ছাড়ি যাবে ইনশাআল্লাহ।
এ কাজে আমাদের সীমাব্ধতা অকল্পনীয়, চ্যালেঞ্জ দুনিয়া জোড়া, তবে আল্লাহর সাহায্য সীমাহীন,সর্মথবান মুসলিমদের প্র য়োজনীয় সাহায্য, সহযোগিতা, উৎসাহ, উম্মাহর নেতাদের প্রেরণা আমাদের এগিয়ে যেতে বাধা থাকবে না আশা করছি।আল্লাহ হাফিজ। যাকাত টেলিভিশন জিন্দাবাদ।
অসমাপ্ত জুলাই বিপ্লব পূর্ণ করুন : মাহমুদুর রহমান
বাংলাদেশের জনসংখ্যা সমস্যা নয় সম্পদ
কথা বললে গ্রেপ্তার, প্রতিবাদ করলে গুম আর রাজপথে নামলে গুলি - এই নিয়মে মিশরে ৩০ বছর স্বৈরশাসন চালান হোসনি মোবারক।
গণঅভ্যুত্থানোত্তর সময়েও জাতীয় কবির জন্মজয়ন্তী উদযাপনের দায়সারা প্রস্তুতি!