সিলেট টেস্টের তৃতীয় দিনের শুরুতেই হানা দিয়েছে বৃষ্টি। ফলে নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি বল। সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে মাঠ ঢাকা পড়ে রয়েছে কভার দিয়ে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, প্রথম সেশন ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এর আগের দিন নির্বিঘ্নে খেলা হলেও বাংলাদেশকে ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৯১ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান, ফলে ৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি টাইগারদের। ইনিংসের চতুর্থ ওভারেই সাজঘরে ফেরেন সাদমান ইসলাম। মুজারাবানির অফ স্টাম্পের ওপর করা ইনসুইং বলে ব্যাটের কানায় লেগে ক্যাচ তুলে দেন স্লিপে। শন উইলিয়ামস ক্যাচটি তালুবন্দী করতে ভুল করেননি। মাত্র ৪ রান করে ফেরেন সাদমান, ভেঙে যায় ১৩ রানের উদ্বোধনী জুটি।
তবে এরপর ইনিংস গুছিয়ে নেওয়ার চেষ্টা করেন অপর ওপেনার মাহমুদুল হাসান জয় এবং তিনে নামা মুমিনুল হক। সতর্ক ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়েছেন তারা। যদিও জয় ভাগ্যবান ছিলেন; উইকেটের পেছনে তার একটি সহজ ক্যাচ মিস করেন উইকেটকিপার মায়াভো।
দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান, এখনো ২৫ রানে পিছিয়ে রয়েছে দলটি। ফলে আগামীকাল সকালটা হতে পারে কঠিন পরীক্ষা বাংলাদেশের ব্যাটারদের জন্য—বিশেষ করে উইকেটে বৃষ্টি থাকায় বল ঘুরবে ও বাড়তি গতি পেতে পারে বোলাররা।
এর আগে দ্বিতীয় দিনের সকালে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের ফাইফার-এ জিম্বাবুয়েকে ২৭৩ রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা। পেসাররাও শুরুতে ধারাবাহিক বোলিং করেন, যা ম্যাচে বাংলাদেশকে আংশিকভাবে ফেরায়।
তবে ব্যাটিং ব্যর্থতা আর আবহাওয়া—দুটি বিষয় মিলিয়ে সিলেট টেস্টে চাপেই রয়েছে বাংলাদেশ। এখন দেখা যাক, চতুর্থ দিনে সেই চাপ কাটিয়ে এগিয়ে যেতে পারে কি না টাইগাররা।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না