৯ জুন ২০২৫ — বাগেরহাট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে রাতভর অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে স্থানীয়দের অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মডেল থানা পুলিশ স্টেডিয়াম সংলগ্ন ভ্যাট অফিসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাট শহরের আলিয়া মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা ফখরুল ইসলাম বাবু এবং মোড়েলগঞ্জ উপজেলার মো. সুমন, যিনি ভ্যাট অফিসের অস্থায়ী কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন। তবে গ্রেপ্তার নারীর নাম ও বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম বাবু ভোররাতে নগদ টাকার বিনিময়ে ওই নারীকে ভ্যাট অফিসে নিয়ে আসেন। সেখানে অস্থায়ী কর্মচারী সুমনসহ তারা রাতভর অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন। পরবর্তীতে টাকা-পয়সা নিয়ে তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হলে উচ্চ শব্দে বাক-বিতণ্ডার সূত্র ধরে স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই তারা পুলিশে খবর দেন।
খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অসামাজিক কার্যকলাপের কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।"
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরকারি কার্যালয়ে এ ধরনের কার্যকলাপ নিয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা