বাংলাদেশ-সিঙ্গাপুর প্রীতি ম্যাচে বিতর্কিত এক রেফারিং সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ফিলিপাইনের রেফারি ক্লিফোর্ড দায়পুয়াত। ম্যাচের দ্বিতীয়ার্ধে বাংলাদেশি ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিমকে ডি-বক্সের মধ্যে ফাউল করেন সিঙ্গাপুরের ডিফেন্ডার ইরফান নাজিব। বাংলাদেশ দল পেনাল্টির জোর দাবি জানালেও রেফারি সেটি আমলে নেননি।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হয় ব্যাপক সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দায়পুয়াতের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এমনকি সমালোচনার মাত্রা এতটাই তীব্র হয় যে, রেফারি দায়পুয়াত এবং তার স্ত্রী কেসা রুথ—দুজনেই নিজেদের ফেসবুক প্রোফাইল লক করে দেন। ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণ থেকে বাঁচতেই তারা এমন পদক্ষেপ নিয়েছেন।
রেফারি দায়পুয়াত ২০ বছর বয়সে রেফারিং ক্যারিয়ার শুরু করেন। ২০১৯ সালে তিনি ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ইরাক-কম্বোডিয়া ম্যাচ পরিচালনা করেন এবং ২০২১ সালে এএফসি কাপেও দায়িত্ব পালন করেন। তবে এত বড় বিতর্কের মুখে এই প্রথম পড়লেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই ঘটনার মাধ্যমে আবারও ফুটবলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (VAR) প্রয়োজনীয়তা উঠে এসেছে। অনেকেই মনে করছেন, এই ধরনের বিতর্ক এড়াতে আন্তর্জাতিক মানের ম্যাচে প্রযুক্তির সহায়তা অপরিহার্য।