ভারত খাগড়াছড়ি ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে ১০২ জনকে বাংলাদেশে ‘পুশ ইন’ করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ভারতীয় ‘আগ্রাসন’ এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, “গায়ের জোরে, অন্যায়ভাবে বাংলাদেশে ‘পুশ ইন’-এর নামে যে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বাংলাদেশ ও এর জনগণ মাথা উঁচু করে বাঁচতে চায়। মহান আল্লাহ ছাড়া আর কারও কাছে আমরা মাথা নত করবো না।”
সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “এই বিষয়ে আমাদের সরকার যেন কোনো দুর্বলতা না দেখায়। আগ্রাসনকে স্পষ্টভাবে ‘না’ বলুন।”
এদিকে ভারতের এই ‘পুশ ইন’ কার্যক্রম নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, “আমরা প্রতিটি কেস আলাদাভাবে নিরীক্ষণ করছি। যদি প্রমাণিত হয় তারা বাংলাদেশের নাগরিক, তবে ফরমাল প্রক্রিয়ায় তাদের গ্রহণ করা হবে। এভাবে পুশ-ইন করাটা সঠিক নয়।”
তিনি আরও জানান, বিষয়টি নিয়ে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
প্রাপ্ত তথ্যমতে, বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা, রামগড় ও পানছড়ি সীমান্ত দিয়ে অন্তত ৮১ জনকে এবং কুড়িগ্রাম সীমান্ত দিয়ে আরও ৩৬ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে। তারা সবাই গুজরাটের মুসলিম সম্প্রদায়ের মানুষ বলে দাবি করেছেন, যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের গুজরাট থেকে ত্রিপুরা এনে সেখান থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চরম উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ঘটনাগুলো দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্পষ্ট বার্তা দেয় এবং কূটনৈতিকভাবে কঠোর অবস্থান নেওয়া উচিত।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ