১০ জুন ২০২৫ — নেত্রকোনার আটপাড়া উপজেলায় ঈদের ছুটিতে এসে এক ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে ঢাকা মহানগর পুলিশের উত্তরখান থানায় কর্মরত এসআই (উপ-পরিদর্শক) জাহিদুল হাসানের বিরুদ্ধে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার শুনই ইউনিয়নের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বর্তমানে এসআই জাহিদুল হাসান ঈদ-উল-আযহার ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সক্রিয় নেতা শাকিলের ছোট ভাই মনির বাজারে গেলে সেখানে এসআই জাহিদের ছোট ভাই তাকে চড়-থাপ্পড় মারেন। বিষয়টি জানতে পেরে শাকিল বাজারে গিয়ে ভাইয়ের ওপর হামলার কারণ জানতে চাইলে উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগ অনুযায়ী, এ সময় এসআই জাহিদুল হাসান তার তিন ভাই রতন, হৃদয় ও হিমেলকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা শাকিল ও তার চাচা মোস্তাকিম (৪৫)-এর ওপর হামলা চালান। এ সময় এসআই জাহিদুল allegedly একটি কাঠের লাঠি দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন, যার ফলে শাকিল গুরুতর আহত হন।
প্রথমে শাকিল ও মোস্তাকিমকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শাকিলকে নেত্রকোনা সদর হাসপাতালে ও মোস্তাকিমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত ছাত্রদল নেতা শাকিল বলেন,
"আমি শুধু জানতে চেয়েছিলাম আমার ভাইকে মারধর করার কারণ। কিন্তু এসআই জাহিদুল ও তার ভাইয়েরা আমাকে বলেন, ‘অনেক বড় নেতা হয়ে গেছিস, এখন তোর কোন বাপে তোরে বাঁচায় দেখব’। এরপরই তারা হামলা চালায়।"
শাকিল দাবি করেন, তিনি ২০২৪ সালের জুলাই মাসে ঢাকায় অনুষ্ঠিত এক গণ-আন্দোলনে আহত হন এবং পরবর্তীতে সরকার ঘোষিত রাজপথে আহতদের তালিকায় অন্তর্ভুক্ত হন।
অভিযোগের বিষয়ে এসআই জাহিদুল হাসান বলেন,
"আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমি কাউকে মারধর করিনি। পুরো বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।"
আটপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান জানান,
"ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
প্রসঙ্গত, অভিযুক্ত এসআই জাহিদুল হাসান শুনই ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান মিয়ার ছেলে। ফলে ঘটনাটি রাজনৈতিক উত্তেজনারও জন্ম দিয়েছে বলে স্থানীয়দের ধারণা।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা