কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম তার ছেলে মুন্নাকে (২৪) সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিজ হাতে থানায় সোপর্দ করেছেন। বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে তিনি ছেলেকে সদর দক্ষিণ মডেল থানায় নিয়ে যান এবং পুলিশের হাতে তুলে দেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার চাকরি জীবনে এমন ব্যতিক্রম ঘটনা আর ঘটেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, ১২ মে গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধের জেরে বিএনপি নেতা বিল্লালের ওপর সন্ত্রাসী হামলা হয়। বিল্লালের করা মামলায় মুন্নাসহ কয়েকজনকে অভিযুক্ত করা হয়। পরে প্রমাণ পেয়ে মিনহাজ হোসেন শামীম ছেলেকে আইনের হাতে তুলে দেন।
তিনি বলেন, “আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর হামলার ঘটনায় ছেলের সম্পৃক্ততা পেয়ে আমি আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি, যাতে ভবিষ্যতে সে এমন কাজ আর না করে।”
মুন্নাকে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনাকে ঘিরে স্থানীয় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা