লিটন দাসকে জাতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দীর্ঘদিন ধরেই এ পদে তার নাম শোনা গেলেও এবার আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হলো। এর আগে আপদকালীন ভিত্তিতে চারটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছিলেন তিনি।
নতুন সহঅধিনায়ক হয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান। তবে মেহেদীর এই দায়িত্ব আপাতত শুধু আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীন জানিয়েছেন, বিভিন্ন খেলোয়াড়কে সহঅধিনায়কের ভূমিকায় পরখ করে দেখা হবে, তারপর স্থায়ীভাবে একজনকে চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিল গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই দলের কয়েকজন এবার বাদ পড়েছেন—আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও রিপন মণ্ডল। তাঁদের জায়গায় দলে ঢুকেছেন নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।
বিশেষভাবে তাসকিন আহমেদকে দলে না রাখার কারণ তার চোট। মাঝে তার নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা থাকলেও ইনজুরি পরিস্থিতির কারণে নিয়মিত বিশ্রাম প্রয়োজন হওয়ায় তাকে এই দৌড় থেকে সরিয়ে রাখা হয়েছে।
বাংলাদেশ দল আগামী ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে শারজা ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানে সফর করবে, যেখানে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ফয়সালাবাদ ও লাহোরে।