সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় পক্ষের একতরফা সার্ভে ও লাল পতাকা টাঙানোর প্রচেষ্টাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে এই উত্তেজনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাধীনতার পর থেকে ব্যবহার হয়ে আসা একটি খেলার মাঠকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। মাঠটি দীর্ঘদিন ধরে শিশু-কিশোর ও যুবকদের খেলাধুলার জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে বিএসএফ দাবি করছে, ১৫ বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠটি ভারতকে হস্তান্তর করেছিলেন। বিজিবি ও স্থানীয়রা এই দাবিকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করে।
ঘটনার দিন সকালে বিএসএফ সদস্যরা মাঠে লাল পতাকা টাঙাতে গেলে স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ জানান এবং সেখানে জড়ো হন। বিজিবির অনুরোধ সত্ত্বেও স্থানীয়রা মাঠ রক্ষায় অনড় থাকেন। এ সময় ভারতীয় সীমান্তে খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরাও বিএসএফের পাশে অবস্থান নেয়, যার ফলে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়।
পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজ নিজ জনগণকে পিছু হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, “সীমান্ত এলাকায় সার্ভে নিয়ে উত্তেজনা সৃষ্টি হলেও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”
সার্বিকভাবে ঘটনাটি সীমান্ত ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সমঝোতার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।
সূত্র:নয়াদিগন্ত
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা