বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ কমপক্ষে তিনটি গণহত্যা সংগঠিত করেছে।” আজ শনিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে দলটির দুই দিনব্যাপী জেলা ও মহানগর আমীর সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন, ৫ মে হেফাজতের সমাবেশে এবং সর্বশেষ জুলাইয়ের গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ড চালিয়েছে তারা। পাশাপাশি গুম-খুনে হাজারো মানুষ নিখোঁজ হয়েছেন। যারা ভাগ্যবান, তারা ফিরেছেন; বাকিরা ইতিহাসের অন্ধকারে হারিয়ে গেছেন।”
জামায়াত আমীর জানান, ৫ আগস্টের অভ্যুত্থানের পর তাদের দলের প্রথম কাজ ছিল শহীদ পরিবারের পাশে দাঁড়ানো, যা তারা প্রায় পুরোপুরি করতে পেরেছেন। তিনি বলেন, “আমাদের হিসেব মতে, ২৪ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন, তাদের সেবা দেওয়া কঠিন ছিল, তবুও করেছি।”
ডা. শফিক বলেন, “দ্বিতীয় স্বাধীনতার পরে ৪ দিন কার্যত কোনো সরকার ছিল না। সেই সময় আমরা স্বেচ্ছাসেবক মোতায়েন করে ভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয় পাহারা দিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা বিশৃঙ্খলা চাই না। তবে সরকারের প্রতি আমাদের সমর্থন বিনাশর্ত নয়। জনগণের আস্থার জন্য দৃশ্যমান বিচার জরুরি। তা না হলে আগামী নির্বাচনে কালো টাকার ব্যবহার থামানো যাবে না।”
নির্বাচন পদ্ধতি প্রসঙ্গে জামায়াত আমীর বলেন, “আমরা পিআর (Proportional Representation) সিস্টেমে নির্বাচন চাই। ভোটের অনুপাতে আসন বণ্টন হলে কেউ কাউকে ছোট দল বলার সাহস পাবে না। ৬২টি দেশ এ ব্যবস্থা অনুসরণ করে। আমরাও চাই।”
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “নির্বাচন অবশ্যই যথাসময়ে হতে হবে। সরকার প্রধান বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা ফেব্রুয়ারি অথবা এপ্রিলের মধ্যে তা দেখতে চাই।”
নারী সংস্কার কমিটির সুপারিশ সম্পর্কে তিনি বলেন, “এটি এক কথায় অগ্রহণযোগ্য। আমরা তা প্রত্যাখ্যান করেছি।”
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা একটি কল্যাণরাষ্ট্র গড়তে চাই। গাজাসহ বিশ্বের নির্যাতিত মানুষের পাশে আছি। দেশের সম্পদ লুণ্ঠনের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করে তা ফেরত আনার দাবি জানাচ্ছি। হিসাব মতে, ২৬ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।”
তিনি বলেন, “আমরা মজলুম, সবচেয়ে বেশি জুলুমের শিকার। দেশবাসীর কাছে দুআ চাই, যেন আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারি।”
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ