ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের পর সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা জোরদারে উদ্যোগ নিয়েছে সরকার। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসি) অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। টিএসসি-সংলগ্ন ফটক এলাকা থেকে অভিযান শুরু হয় এবং এখনো তা চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকশ অবৈধ দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।
এই হত্যাকাণ্ডের পর উদ্যানের নিরাপত্তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তীব্র সমালোচনা হয়। সমালোচনার মুখে উদ্যানের নিরাপত্তা জোরদারে উদ্যোগ নেয়া হয়। বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় রাত ৮টার পর উদ্যান বন্ধ রাখাসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে এক পোস্টে এসব সিদ্ধান্তের কথা জানান। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা