জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর ও সুবিধাবাদী ভণ্ড হিসেবে আখ্যায়িত করে দলটিকে প্রতিহত করার ডাক দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, জাতীয় পার্টি বিরোধী দল থেকে সুযোগ-সুবিধা নিয়েছে এবং আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা প্রদান করেছে।
লালমনিরহাটের পাঁচ উপজেলায় পথসভা ও লিফলেট বিতরণের কর্মসূচি শেষে গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শহরের মিশন মোড়ে অনুষ্ঠিত পথসভায় এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, “জাতীয় পার্টির সবচেয়ে বড় ভণ্ডদের মধ্যে একজন হচ্ছেন জি এম কাদের। ইলেকশনের ১৫ থেকে ২০ দিন আগে তিনি ইন্ডিয়া যেতেন, সেখানে ক্ষমতার ও অর্থের নেগোসিয়েশন করতেন। বাংলাদেশে ফিরে বিড়ালের মতো চুপ থাকতেন। এরপর নির্বাচনে জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে থেকে আওয়ামী লীগকে সরকারি দলের সমর্থন দিত।”
সারজিস প্রশ্ন তোলেন, “এই জি এম কাদেররা কীভাবে এখনো প্রকাশ্যে ঘোরে? এই জাতীয় পার্টি ও তাদের ‘ডামি’ আওয়ামী লীগ যারা, তারা এখনো কীভাবে সক্রিয়?”
অসৎ পথে উপার্জন বন্ধ করার আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, “অনেকে লাখ-কোটি টাকা অসৎভাবে উপার্জন করেন। পরে দেখেন, তাদের সন্তানও ঠিকমতো পড়াশোনা করতে পারে না। মাসে ৫০ হাজার টাকা খরচ করেও মিডিয়ামে ভর্তি করানো হচ্ছে, তবুও পাশ হয় না। অন্যদিকে, একজন সাধারণ রিকশাচালক মাসে একবারও হাসপাতালে যেতে হয় না, স্বাস্থ্য ভালো থাকে। তার মানসিক শান্তি অনেক বেশি।”
এর আগে, গতকাল রাত পৌনে ৯টার দিকে রংপুর নগরের সেনপাড়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা ‘দ্য স্কাই ভিউ’ আবাসনের জানালার কাচ ভাঙচুর করে এবং একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান অভিযোগ করেছেন, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরাই এই হামলায় জড়িত।
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ