সিলেটে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতেও ৮৭ রানের বড় ব্যবধানে কিউইদের পরাজিত করে স্বাগতিকরা।
দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতে কিছুটা বিপদে পড়ে। মাত্র ১২ রানে ওপেনার পারভেজ হোসেন ইমন (৮) ফিরে যান প্যাভিলিয়নে। তবে দ্বিতীয় উইকেটে নাঈম শেখ ও এনামুল হক বিজয় ধীরে ধীরে দলকে ম্যাচে ফেরান। ৭৩ রানের কার্যকরী জুটি গড়েন তারা। বিজয় করেন ৩৯ রান, আর নাঈম করেন ৪০ রান।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক নুরুল হাসান সোহান দলের হাল ধরেন এবং গড়েন রেকর্ড গড়া চতুর্থ উইকেট পার্টনারশিপ। দু’জনে মিলে ২২৫ রানের বিশাল জুটি গড়েন, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। সোহান ১০১ বলে ৭ চার ও ৭ ছক্কায় করেন ১১২ রানের ঝোড়ো ইনিংস। অপরপ্রান্তে অঙ্কন ১০৮ বলে ১০৫ রান করে ইনিংসের শেষ ওভারে আউট হন।
শেষ পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দল ৪ উইকেট হারিয়ে ৫০ ওভারে তোলে ৩৪৪ রানের পাহাড়সম স্কোর।
জবাবে ব্যাট করতে নেমে কিউইরা শুরুটা ভালোই করেছিল। বিশেষ করে ডেল ফিলিপস আক্রমণাত্মক মেজাজে খেলছিলেন। ৫৪ বলে ৭৯ রানের ইনিংস খেলে আশা জাগিয়েছিলেন তিনি। তবে তার বিদায়ের পর নিউজিল্যান্ডের ইনিংসে ধস নামে। জো কার্টার ৩২ রান করলেও অন্য ব্যাটাররা সুবিধা করতে পারেননি।
শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ‘এ’ দল ৪৪.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৭ রানে থেমে যায়।
বাংলাদেশের পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত নেন সর্বোচ্চ ৩ উইকেট। শরিফুল ইসলাম, তানভির ইসলাম এবং শামীম হোসেন পাটোয়ারী প্রত্যেকে পান ২টি করে উইকেট।
এই জয়ের ফলে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি হবে কেবল আনুষ্ঠানিকতা।