জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের বৈঠকে রাষ্ট্রের মূলনীতি ও প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সাথে।
মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত ৩ জুন প্রথম দিনের বৈঠকে ৩৩টি দল অংশগ্রহণ করে। এছাড়া দ্বিতীয় দিন ১৭ জুন ২৯টি দল অংশগ্রহণ করে এবং ১৮ জুন তৃতীয় দিনের আলোচনা হয়েছে।
কমিশন জানিয়েছে, আলোচনা অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন-নিউজ সরাসরি সম্প্রচার করবে।
জানা গেছে, আলোচনা শেষে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ প্রথমে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফ করবেন, পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিগণ ব্রিফ করবেন৷
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ