বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষিত দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক বাবর আজম, উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং গতির রাজা শাহিন শাহ আফ্রিদির। নতুন দায়িত্ব পেয়েছেন সালমান আলি আগা, যিনি নেতৃত্ব দেবেন পাকিস্তানকে। সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাদাব খান।
ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তরুণ ব্যাটার সাইম আইয়ুব। দীর্ঘ বিরতির পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন শাহিবজাদা ফারহান। একইসাথে অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে নাসিম শাহ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলিরা আছেন শক্তি বাড়াতে।
এ সিরিজ দিয়েই পাকিস্তানের কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসন তার নতুন অধ্যায় শুরু করবেন। যদিও সিরিজের সূচি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে, ২৭ মে শুরু হবে এই তিন ম্যাচের সিরিজ।
ঘোষিত পাকিস্তান দল (১৬ সদস্য):
দলের নিয়মিত অধিনায়ক এবং সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে—এটি কি বিশ্বকাপ সামনে রেখে একটি কৌশলগত পরিস্ফুটন নাকি রোটেশনাল বিশ্রাম? বিষয়টি নিয়ে পিসিবির পক্ষ থেকে এখনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি।