ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) কার্লো আনচেলত্তিকে জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ দিলেও এ সিদ্ধান্তে অখুশি দেশের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। চীনে এক সংবাদ সম্মেলনে আনচেলত্তির প্রশংসা করলেও লুলা জানান, বিদেশি কোচ আনার প্রয়োজন ছিল না।
তিনি বলেন, “আমি আনচেলত্তির বিরুদ্ধে কিছু বলছি না। তিনি বিশ্বখ্যাত কোচ। তবে ব্রাজিলেই এমন অনেক দক্ষ কোচ আছেন, যারা জাতীয় দল পরিচালনার যোগ্য।”
১৯৬৫ সালের পর এই প্রথমবার ব্রাজিল দলের ডাগআউটে দাঁড়াবেন কোনো বিদেশি কোচ। এমনকি আনচেলত্তি নিজ দেশ ইতালির জাতীয় দলেরও কোচ হননি। বিষয়টি নিয়ে ২০২৩ সালেও লুলা সরাসরি আপত্তি জানিয়েছিলেন।
তখন তিনি বলেছিলেন, “যিনি নিজের দেশের দল সামলাতে পারেন না, তিনি ব্রাজিলের মতো ঐতিহাসিক দলের দায়িত্ব নেবেন কেন? ইতালি তো ২০২২ বিশ্বকাপেও জায়গা পায়নি।”
তবে সব সমালোচনার পরও লুলা আনচেলত্তিকে "দারুণ টেকনিশিয়ান" হিসেবে স্বীকার করে নিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, তিনি ব্রাজিলকে বাছাইপর্ব পেরিয়ে মূল পর্বে তুলতে পারবেন এবং সম্ভাব্য শিরোপা জয়ে ভূমিকা রাখবেন।
বর্তমানে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে। তাদের উপরে রয়েছে আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। অঞ্চলটি থেকে শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।