ভারতের চালানো ড্রোন হামলার ঘটনায় নিরাপত্তা উদ্বেগ বেড়ে যাওয়ায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলের অবশিষ্ট আটটি ম্যাচ নতুন ভেন্যু ও তারিখে আয়োজন করা হবে।
বৃহস্পতিবার (৮ মে) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে একটি ড্রোন আঘাত হানার ঘটনায় এই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে জানায় পিসিবি। ওই ঘটনার পর থেকেই পিএসএল স্থগিত হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে।
ঘটনার দিনই করাচি কিংস ও পেশোয়ার জালমির নির্ধারিত ম্যাচটি স্থগিত হয়ে যায়। এরপর জরুরি বৈঠকে বসে পিসিবি। সেখানেই পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন এবং টুর্নামেন্ট আমিরাতে স্থানান্তরের প্রস্তাব আসে।
পিসিবি জানায়, “রাওয়ালপিন্ডির ঘটনার পর খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি আমাদের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার। তাই ফ্র্যাঞ্চাইজি মালিক, বোর্ড কর্তৃপক্ষ ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
শিগগিরই নতুন সময়সূচি এবং ভেন্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে বোর্ড।