সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২ উইকেটে হেরেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের কাছে। ২০৬ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শেষ ওভারের নাটকীয়তায় জয় তুলে নেয় আমিরাত।
ম্যাচের শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৯ রান। ১৯তম ওভারে শরিফুল ইসলাম খরচ করেন ১৭ রান, যার মধ্যে শেষ বলে একটি ওভার থ্রো থেকে অতিরিক্ত ৫ রান আসে। ম্যাচ ঘুরে যায় সেখানেই। এরপর শেষ ওভারে ১২ রান প্রয়োজন হলে তানজিম সাকিব প্রথমেই দেন ওয়াইড। পরে এক বলেই ছক্কা খেয়ে বসেন। এরপর একটি উইকেট নিলেও, গুরুত্বপূর্ণ মুহূর্তে একটি নো বল, উইকেটরক্ষকের ভুল থ্রো এবং রানআউটের সুযোগ নষ্টের কারণে জয় হাতছাড়া হয়।
এর আগে বাংলাদেশ টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে করে ২০৫ রান। শুরুটা ছিল দুর্দান্ত। তানজিদ হাসান ও লিটন দাস ৯ ওভারে ৯০ রানের জুটি গড়েন। তানজিদ ৩৩ বলে ৫৯ এবং লিটন ৩২ বলে করেন ৪০ রান। পরে হৃদয়ের ২৪ বলে ৪৫, শান্তর ১৯ বলে ২৭ এবং জাকের আলির ৬ বলে ১৮ রানে ভর করে বড় সংগ্রহ দাঁড় করায় টাইগাররা।
বাংলাদেশের পক্ষে এটি ছিল ২৪ ম্যাচ পর ২০০ রানের ওপরে স্কোর এবং আমিরাতের বিপক্ষে সর্বোচ্চ দলীয় রান। তবে দুর্বল বোলিং, বাজে ফিল্ডিং ও চাপের মুহূর্তে সিদ্ধান্তহীনতার কারণে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হয়।
সিরিজ এখন ১-১ সমতায়। তৃতীয় ম্যাচ হবে সিরিজ নির্ধারণী।