যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক টানাপড়েনের মধ্যেও ভারতের প্রতি নতুন বার্তা দিল চীন। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৯ এপ্রিল পর্যন্ত মাত্র চার মাসেই ৮৫ হাজার ভারতীয় নাগরিককে ভিসা দিয়েছে দেশটি। এমন উদ্যোগকে নজিরবিহীন এবং কৌশলগত গুরুত্ববহ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সু ফেইহং সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমরা চাই আরও বেশি ভারতীয় বন্ধু চীনে যান। চীনের মুক্ত, নিরাপদ, প্রাণবন্ত সংস্কৃতির সঙ্গে পরিচিত হোন।’ শুধু ভিসা সংখ্যা বাড়িয়েই থেমে থাকেনি বেইজিং, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়াকে করেছে আরও সহজ ও দ্রুত। অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এখন চীনের দূতাবাস বা কনস্যুলেটে সরাসরি আবেদন করা যাচ্ছে। স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে নেওয়া হয়েছে। একই সঙ্গে ভিসা ফি কমিয়ে আনা হয়েছে এবং প্রক্রিয়া দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে।
চীনের এই অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন কূটনীতিকরা। গালওয়ান সংঘর্ষের পর ভারত-চীন সম্পর্ক তলানিতে ঠেকলেও সাম্প্রতিক এই পদক্ষেপকে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানোর ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে। যদিও সীমান্তে লাদাখ ও অরুণাচল প্রদেশ ঘিরে এখনো উত্তেজনা পুরোপুরি স্তিমিত হয়নি।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যিক সংঘাত চরমে। আমেরিকা চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে, পাল্টা জবাবে চীনও কঠোর শুল্কনীতি গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে চীনকে ঘিরে রাখতে পশ্চিমা জোটের চাপ যখন বাড়ছে, তখন ভারতের সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক বন্ধন জোরদারের কৌশল নিচ্ছে বেইজিং।
চীনা দূতাবাসের মুখপাত্র ইউ জিং বলেন, ‘চীন ও ভারতের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পরস্পরের পরিপূরক। আমেরিকার শুল্কযুদ্ধ মোকাবিলায় দুই দেশ একে অপরকে সহযোগিতা করতে পারে।’
সব মিলিয়ে, এই উদার ভিসানীতিকে দক্ষিণ এশিয়ায় চীনের কৌশলগত প্রভাব বিস্তারের প্রয়াস হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, এটি কেবল অর্থনৈতিক সহযোগিতার বার্তা নয়, বরং দক্ষিণ এশিয়ায় চীনের নতুন কূটনৈতিক অগ্রযাত্রার ইঙ্গিত।
ক্ষুধায় ধুঁকছে গাজা, মৃতের সংখ্যা বাড়ছেই—শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু
গ্রেফতারি আবেদন শুনেই লন্ডন ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বাংলাদেশের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মানেনি হামাস
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না