বাগেরহাটের মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের কুড়ালের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। নির্মম এই ঘটনার পর ঘাতক বড় ভাইকে পুলিশ গ্রেফতার করেছে।
শনিবার (১৭ মে) রাত ৮টার দিকে উপজেলার ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুনিল মাতা (৫৮) পেশায় একজন কৃষক। তিনি ওই গ্রামের স্থায়ী বাসিন্দা ছিলেন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজীব আল রশিদ জানান, জমি সংক্রান্ত পুরনো বিরোধের সূত্র ধরে সুনিল মাতার বড় ভাই নিখিল মাতা (৬২) ও তার ছেলে প্রসনজিৎ মাতা মিলে কুড়াল ও দা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় সুনিলকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সুনিলকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে ঘাতক বড় ভাই নিখিল মাতাকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত নিখিল মাতাকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক অন্যান্য অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনা গ্রামজুড়ে শোক ও ক্ষোভের ছায়া ফেলেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা