দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে চার শিক্ষার্থী ও এক নারীসহ মোট ১০ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২৭ এপ্রিল) রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত নেত্রকোনা, কুমিল্লা, সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় এ প্রাণহানির খবর পাওয়া গেছে।
কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে নিখিল চন্দ্র দেবনাথ ও জুয়েল ভূঁইয়া নামে দুই কৃষকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন আহত হন।
অন্যদিকে বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামে হালকা বৃষ্টির মাঝে ঘুড়ি উড়াতে গিয়ে বজ্রপাতে মারা যায় ফাহাদ হোসেন (১৩) ও মোহাম্মদ জিহাদ (১৪)। তারা স্থানীয় স্কুলের শিক্ষার্থী ছিলেন।
কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের হাওরে পৃথক বজ্রপাতের ঘটনায় ইন্দ্রজিত দাস (৩০), স্বাধীন মিয়া (১৪) ও ফুলেছা বেগম (৬০) নামে তিনজনের মৃত্যু হয়। তারা হাওরে ধান কাটার সময় এবং বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন।
সুনামগঞ্জ:
সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নে গরু আনতে গিয়ে বজ্রপাতে রিমন তালুকদার (২০) নামে এক কলেজ শিক্ষার্থী মারা যান। এ সময় একটি গরুও মারা যায়।
নেত্রকোনা:
নেত্রকোনার মদনে সকালে ফজরের নামাজের পর মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ হারায় আরাফাত (১০) নামে এক মাদ্রাসার ছাত্র।
অন্যদিকে, কলমাকান্দা উপজেলায় রোববার রাতে বৃষ্টির সময় মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে মারা যান মাদ্রাসার শিক্ষক দিদারুল হক।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বজ্রপাতে নিহতদের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা