সুদানের দারফুর অঞ্চলে চলমান সহিংসতায় আবারও ভয়াবহ প্রাণহানির খবর মিলেছে। জাতিসংঘের তথ্যমতে, র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর সাম্প্রতিক আক্রমণে ৪০০-র বেশি মানুষ নিহত হয়েছেন। আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, জাতিসংঘ 'বিশ্বাসযোগ্য সূত্রের' উদ্ধৃতি দিয়ে এই হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে।
গত সপ্তাহে দারফুরের শেষ বড় শহর আল-ফাশের সেনাবাহিনীর কাছ থেকে দখলে নিতে আরএসএফ ব্যাপক হামলা শুরু করে। স্থল ও আকাশপথে চালানো এই আক্রমণের লক্ষ্য ছিল মূলত আশপাশের শরণার্থী শিবিরগুলো—বিশেষত জমজম ও আবু শুক, যেখানে প্রায় ৭ লাখ মানুষ আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত অন্তত ১৪৮ জন নিহতের খবর তারা নিশ্চিতভাবে পেয়েছে, তবে প্রকৃত সংখ্যা ৪০০ ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে অন্তত ৯ জন মানবিক সহায়তাকর্মীও রয়েছেন।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানি সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ক্ষমতা নিয়ে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়, যা সময়ের সঙ্গে বিশ্বের অন্যতম মানবিক সংকটে রূপ নেয়। লাখ লাখ মানুষ দেশত্যাগে বাধ্য হয়েছে, অনেকেই দুর্ভিক্ষ ও মৌলিক মানবাধিকার সংকটের মুখে পড়েছে।
আরএসএফ দাবি করেছে, তারা বেসামরিকদের ওপর হামলা চালায়নি এবং জমজম শিবিরে যা ঘটেছে তা তাদের বিরুদ্ধে “ষড়যন্ত্রমূলক নাটক”। তবে তারা পরদিনই জানায়, সেনাবাহিনীর দখলে থাকা শিবিরটি তারা ‘মুক্ত’ করেছে এবং সেনাবাহিনী সেখানে বেসামরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছিল।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক প্রধান ফলকার টুর্ক বিবদমান পক্ষগুলোর প্রতি সংঘাত নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। সংঘাত শুরু হওয়ার দুই বছর পূর্তিতে মঙ্গলবার লন্ডনে এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্মেলনটির সহ-আয়োজক ব্রিটেন, আফ্রিকান ইউনিয়ন ও ইউরোপিয়ান ইউনিয়ন।
এদিকে, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সুদানে ১২ কোটি পাউন্ড মূল্যের খাদ্য ও ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, “সুদানের স্থিতিশীলতা শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বরং আমাদের জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ।”
আল-ফাশের শহরকে ঘিরে এই সংঘাত ইতিমধ্যেই তৃতীয় বছরে পা রেখেছে। মানবাধিকার লঙ্ঘন, দুর্ভিক্ষ, ও গণহত্যার আশঙ্কায় জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বিগ্ন। তবে এখন পর্যন্ত সংকট নিরসনে কার্যকর কোনো কূটনৈতিক উদ্যোগ সফল হয়নি।
ক্ষুধায় ধুঁকছে গাজা, মৃতের সংখ্যা বাড়ছেই—শেষ ২৪ ঘণ্টায় ৬৪ জনের মৃত্যু
গ্রেফতারি আবেদন শুনেই লন্ডন ছাড়লেন ইসরায়েলি মন্ত্রী
বাংলাদেশের মন্তব্যে ক্ষুব্ধ নয়াদিল্লি, পশ্চিমবঙ্গ ইস্যুতে কড়া প্রতিক্রিয়া ভারতের
ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মানেনি হামাস
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না