ইহুদি-বিরোধী হিসেবে সংজ্ঞায়িত পোস্টগুলোতে হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউছিসহ যুক্তরাষ্ট্র যেসব সংগঠনকে ‘সন্ত্রাসী’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে সসব গোষ্ঠীগুলোর সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে।
যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ বুধবার জানিয়েছে, তারা সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব পোস্ট ইহুদি-বিরোধী হিসেবে বিবেচনা করবে সেসব পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে।
ইহুদি-বিরোধী হিসেবে সংজ্ঞায়িত পোস্টগুলোতে হামাস, লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হাউছিসহ যুক্তরাষ্ট্র যেসব সংগঠনকে ‘সন্ত্রাসী’ হিসেবে অ্যাখ্যায়িত করেছে সেসব গোষ্ঠীগুলোর সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে।
ট্রাম্প প্রশাসন বিতর্কিতভাবে যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের ভিসা বাতিল করার পর এই পদক্ষেপ নেয়া হলো, যেখানে সংবিধানের প্রথম সংশোধনী বাকস্বাধীনতার নিশ্চয়তা দেয়।
হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোয়েম বলেছেন, ‘যারা মনে করেন যে তারা যুক্তরাষ্ট্রে এসে ইহুদি-বিরোধী সহিংসতা ও সন্ত্রাসবাদের পক্ষে প্রথম সংশোধনীর আড়ালে লুকিয়ে থাকতে পারবেন, তারা আবার ভাবুন। এখানে আপনাকে স্বাগত জানানো হবে না।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা কোনো বিদেশীর ইহুদি-বিরোধী সন্ত্রাসবাদ, ইহুদি-বিরোধী সন্ত্রাসী সংগঠন বা অন্যান্য ইহুদি-বিরোধী কার্যকলাপের সমর্থন, প্রচার বা সমর্থনের ইঙ্গিত দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে এমন পোস্টকে নেতিবাচক হিসেবে বিবেচনা করা হবে।’
এই নীতি অবিলম্বে কার্যকর হবে এবং স্টুডেন্ট ভিসা ও যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ‘গ্রিন কার্ডের’ জন্য আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
গত মাসের শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছিলেন, তিনি প্রায় ৩০০ জনের ভিসা বাতিল করেছেন এবং প্রতিদিনই তা করছেন।
ট্রাম্প প্রশাসন স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোকে লাখ লাখ ডলারের ফেডারেল তহবিলও বন্ধ করে দিয়েছে। কর্মকর্তারা বলেছেন, গাজা সংঘাতের কারণে শুরু হওয়া বিক্ষোভের সময় তারা ইহুদি-বিদ্বেষ মোকাবেলায় যথাযথভাবে সাড়া দেয়নি।
সূত্র : এএফপি
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ
বাণিজ্য চুক্তি নিয়ে কাল যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বৈঠক
ইরানের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েল তাকে ‘হত্যার’ চেষ্টা করেছে
খাদ্যের জন্য মৃত্যুকে উপেক্ষা করে গাজায় ক্ষুধার্ত নারী-পুরুষ-শিশুর লড়াই