সরকারি পর্যায়ে গৃহীত চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আমদানি করা ১২ হাজার ৫০০ টন আতপ চালবাহী একটি জাহাজ শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। খাদ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জি-টু-জি (সরকারি পর্যায়ে) চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট ১ লাখ টন আতপ চাল আমদানির পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৭২ হাজার ৭০০ টন ইতোমধ্যেই দেশে এসে পৌঁছেছে। আজ আগত চালবাহী জাহাজের চালের নমুনা পরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে এবং দ্রুত চাল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাল আমদানির প্রেক্ষাপট ব্যাখ্যা করে জানা গেছে, দেশে বছরে চালের চাহিদা প্রায় ৩ কোটি ৫০ লাখ থেকে ৩ কোটি ৮০ লাখ টনের মতো। গত বছর আগস্টে বন্যার কারণে উৎপাদন হ্রাসের আশঙ্কায় চালের নিরাপত্তা মজুত বাড়াতে উদ্যোগ নেয় সরকার। সেই লক্ষ্যেই সরকারি পর্যায়ে সাড়ে ৯ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৬ এপ্রিল পর্যন্ত সরকারি উদ্যোগে ৬ লাখ ৩৮ হাজার টন চাল খালাস সম্পন্ন হয়েছে। খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, এই সময় পর্যন্ত সরকারি গুদামে চালের মজুত দাঁড়িয়েছে ৯ লাখ ২৭ হাজার টনে। পাইপলাইনে থাকা চাল গুদামে পৌঁছালে এই মজুত আরও বৃদ্ধি পাবে।
সরকারি আমদানির পাশাপাশি বেসরকারি খাতে ১৬ লাখ ৭৫ হাজার টন চাল আমদানির অনুমতি দেওয়া হলেও এর মধ্যে বাস্তবায়িত হয়েছে মাত্র ৫ লাখ ৪০ হাজার টন।
চাল উৎপাদন ও সরবরাহে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার আমদানির পাশাপাশি অভ্যন্তরীণ সংগ্রহ এবং মজুত ব্যবস্থাপনাকেও গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মন্তব্য করুন
আপনার ইমেল প্রকাশ করা হবে না