ভারতের সাবেক অধিনায়ক ও বিশ্বমানের ব্যাটসম্যান বিরাট কোহলি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আজ সোমবার (১২ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এই ঘোষণা দেন।
এখন থেকে কেবল ওয়ানডে ফরম্যাটে মনোযোগ দেবেন ৩৬ বছর বয়সী এই তারকা, যিনি এর আগে ২০২3 সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছিলেন।
কোহলি লেখেন,
“১৪ বছর আগে টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি নীল জার্সি পরেছিলাম। সত্যি বলতে, এই যাত্রা কোথায় যাবে তা কখনও কল্পনায়ও আসেনি… এই ফরম্যাট আমাকে কঠিনভাবে পরীক্ষা নিয়েছে, গড়েছে এবং এমন কিছু শিক্ষা দিয়েছে, যা সারাজীবন আমার সঙ্গে থাকবে।”
টেস্ট ক্রিকেটের প্রতি তার আবেগ প্রকাশ করে তিনি বলেন,
“সাদা জার্সির এই ফরম্যাটের মধ্যে একটা গভীর ব্যক্তিগত টান রয়েছে… ছোট ছোট মুহূর্ত—যেগুলো বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে গেঁথে থাকে চিরদিন।”
কোহলি জানালেন, সিদ্ধান্তটা সহজ ছিল না, তবে সময় এসেছে সরে দাঁড়ানোর।
“আমি টেস্ট ক্রিকেটকে আমার সর্বোচ্চটা দিয়েছি, আর এটা আমাকে ফিরিয়ে দিয়েছে তার চেয়েও অনেক বেশি।”
টেস্টে ভারতের ২৬৯তম ক্রিকেটার হিসেবে খেলা কোহলি তার পোস্টে সতীর্থ, সমর্থক ও দেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কোহলির এই বিদায়ে এক যুগের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল, যেখানে তিনি কেবল রানেই নয়, নেতৃত্বে ও মানসিকতায়ও ভারতীয় ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।