ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সম্ভাব্য নতুন নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার ঝড় বইছে। বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে মেয়র পদে একাধিক সম্ভাব্য প্রার্থীর নাম উঠে এসেছে। এর মধ্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সাদিক কায়েমের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত। বৃহস্পতিবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন:
“শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার। এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ প্রচারণা চালাচ্ছে। যদি নির্বাচন হয়-ই, আমি আরেকটা অ্যাঙ্গেল দেই—ইশরাক হোসেন বনাম হাসনাত আব্দুল্লাহ বনাম সাদিক কায়েম। খেলা হবে?”
এদিকে, এনসিপির যুবসংগঠন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম ফেসবুকে এক স্ট্যাটাসে ইশরাক হোসেনের সাম্প্রতিক রাজনৈতিক ভূমিকার সমালোচনা করে লেখেন:
“বিএনপি নেতা ইশরাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক-দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক অপরিপক্বতা ও অপরিণামদর্শীতার পরিচয় দিয়েছেন, তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন হয় এবং সেখানে (রূপক অর্থে) হাসনাত আবদুল্লাহ প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে!”
তবে এসব আলোচনার মধ্যেই হাইকোর্ট ইশরাক হোসেনের শপথ গ্রহণে আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ বৃহস্পতিবার এ সংক্রান্ত রিট আবেদন খারিজ করে দেন।
ইশরাকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের জানান, আদালতের এ আদেশ অনুযায়ী আগামী ২৬ মের মধ্যে তাকে শপথ না পড়ানো হলে তা আদালত অবমাননা হিসেবে বিবেচিত হবে।
এই প্রেক্ষাপটে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন ঘিরে রাজনীতিতে একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে। বিএনপি, এনসিপি, ইউনাইটেড পিপলসসহ বিকল্প রাজনৈতিক শক্তিগুলোর সক্রিয়তা প্রমাণ করে, আগামী নির্বাচন শুধু দলীয় নয়, আদর্শিক দ্বন্দ্বেরও মঞ্চ হয়ে উঠতে পারে। এখন দেখার বিষয়, এই ‘তিনমুখী খেলার’ বাস্তবায়ন আদৌ হয় কি না।
সূত্র:কালবেলা
যুক্তরাষ্ট্র ভিয়েতনামকে ছাড় দিতে রাজি হয়েছে, কিন্তু আমাদের সঙ্গে ঘাটতি খুবই ছোট- বাণিজ্য উপদেষ্টা
যারা সংস্কার পিছিয়ে দিতে চায় তারাই নির্বাচন পেছাতে চায়: হাসনাত
সানেম'র জরিপ রিপোর্ট অনুযায়ী বিএনপি ৩৯, জামায়াত ২২, এনসিপি ১৬ ভাগ ভোট পাবে
কুমিল্লা অঞ্চলের ১৬ আসনে খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ