কুমিল্লার মুরাদনগরের বাহেরচর গ্রামে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনায় রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী সুমনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে।
ভুক্তভোগী নারীর স্বামী সৌদি প্রবাসী। স্থানীয় যুবক ফজর আলীর সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল বলে জানা গেছে। ঘটনার দিন ফজর আলী ওই নারীর ঘরে প্রবেশ করলে ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে একটি দল তাদের ‘ফাঁদ’ পেতে হাতেনাতে ধরে। এরপর নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, ইউপি সদস্য ও বাসিন্দারা জানান, সুমন ও তার দল দীর্ঘদিন ধরে এলাকায় এমন ‘ফিটিং কেস’ তৈরি করে মানুষকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায় করছিল।
মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান জানান, গ্রেফতার পাঁচজনের মধ্যে ছাত্রলীগ সভাপতি সুমন রয়েছেন। তার নেতৃত্বেই এই ঘটনা সংঘটিত হয়েছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণ মিলেছে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানিয়েছেন, অভিযুক্ত ফজর আলীসহ এ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং যারাই জড়িত, কাউকেই ছাড় দেওয়া হবে না।
এদিকে স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েকজন বিষয়টি নিয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছেন। বিষয়টি এলাকায় তীব্র উত্তেজনা এবং ক্ষোভের জন্ম দিয়েছে।
শহীদ আলিফ আহম্মেদ সিয়াম-এর কবর জিয়ারত করলেন বাগেরহাটের জামায়াতের নেতৃবৃন্দ
গণঅভ্যুত্থান স্মরণে বাগেরহাটে শহীদ পরিবারে সাক্ষাৎ ও কবর জিয়ারত কর্মসূচি
চাকরিচ্যুত বিডিআর সদস্যদের ছত্রভঙ্গ করতে জলকামান ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার
আত্মনির্ভরশীল করে গড়ে তোলার মধ্যেই নিহিত এতিম লালন-পালনের স্বার্থকতা - ধর্ম উপদেষ্টা