6 মাস আগে
পারমাণবিক ইস্যুতে ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শেষ, নতুন বৈঠক আগামী সপ্তাহে
পারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ‘ইতিবাচক’ ও ‘গঠনমূলক’ আলোচনা হয়েছে। শনিবার ওমানে অনুষ্ঠিত এই আলোচনায় উভয় পক্ষ সরাসরি মুখোমুখি হয়নি, বরং ওমানের মধ্যস্থতায় বার্তা বিনিময়ের মাধ্যমে আলোচনা হয়। ওমানের পররাষ্ট্রমন্ত্রী এই প্রক্রিয়ায় প্রধান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন। আগামী সপ্তাহে আবারও বৈঠকে বসতে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।