6 মাস আগে
ছিনতাইয়ের শিকার বিশ্ববিদ্যালয়পড়ুয়া ছাত্রী
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী ভোরে ফাকা সড়কে ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছাত্রী জানান, ক্যাম্পাসে আসার উদ্দেশ্যে বাস ধরতে বাড়ি থেকে ইজিবাইকে করে যাওয়ার পথে ৫-৬ জন দুর্বৃত্ত তার গলায় রামদা ধরে টাকা-পয়সা ও মালামাল নিয়ে যায়। তাছাড়াও ছিনতাইকারীরা ইজিবাইক চালককে বেঁধে রেখে ইজিবাইকসহ পালিয়ে যায়। দিনাজপুর জেলার রানীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।